Saturday, May 18, 2024
রাজ্য​

প্রধানমন্ত্রীকে দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা জানালেন মমতা

কলকাতা: সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দো-বাংলাদেশ রেল যোগাযোগ এবং বাংলার উদ্বৃত্ত বিদ্যুৎ বাংলাদেশের কাছে রপ্তানির বিষয়ে এদিন এক ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করা হয়। ভিডিও কনফারেন্সে যোগ দেন মুখ্যমন্ত্রী। এরপর এদিন নবান্ন থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইদের শুভেচ্ছা জানান। পাশাপাশি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর শুভেচ্ছা বিনিময় করেন।

ভারতের সঙ্গে ত্রিপুরা হয়ে বাংলাদেশে রেল চলাচল করবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ভিডিও কনফারেন্সে যোগ দেন। আখাউড়া- আগরতলা রেল যোগাযোগ প্রকল্পের সূচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে বিশেষ ভাবে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বহুকাল ধরেই সাংসৃকতিক, সামাজিক এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রীজি উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষ্মী বানানোর যে স্বপ্ন দেখেছেন তা এই প্রকল্পের মাধ্যমে আরও শক্তিশালী হবে। এই প্রকল্পের মাধ্যমে আগরতলা- কলকাতার মধ্যে যে দূরত্ব রয়েছে তা এক তৃতীয়াংশ কমে যাবে। বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে আখাউড়া বর্ডারের মাধ্যমে যে পণ্যবাহী ট্রাক চলাচল করে তা ডেস্টিনেশন টু ডেস্টিনেশন চালু করার ব্যাপারে উদ্যোগ নিতে উভয় দেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখেন তিনি।