Monday, April 29, 2024
কলকাতা

অপরাধের কোনও জাত-ধর্ম নেই, টিকিয়াপাড়ার ঘটনায় ধর্মীয় রঙ লাগাবেন না: মুখ্যমন্ত্রী

কলকাতা: হাওড়ার টিকিয়াপাড়ায় লকডাউন কার্যকর করতে জনতার হাতে হেনস্থার শিকার হয় রাজ্য পুলিশ। সেই ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। এই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্পষ্ট সতর্কবার্তা এই ঘটনায় ধর্মীয় রঙ লাগাবেন না। ঘটনায় নাম না করে বিজেপিকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, এটা নিয়ে রাজনীতি করবেন না।

মুখ্যমন্ত্রী বলেন, কাল কোনও নির্বাচন নেই যে মাঠে নেমেছেন। টিকিয়াপাড়ার ঘটনা জড়িতদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। ঘটনার তীব্র নিন্দা জানাই। তবে এই একটা ঘটনা নিয়ে আপনাদের মাথাব্যাথা কেন।

বিরোধীদের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, টিকিয়াপাড়া নিয়ে গোটা দেশ মাথায় করছে! মমতার কথায়, অপরাধের কোনও জাত, ধর্ম নেই। ছোট্ট একটা ঘটনা নিয়ে এত রাজনীতি করার কিছুই নেই। পুলিশ তাদের দায়িত্ব পালন করছে। তারা কড়া ব্যবস্থা নেবে। দোষীরা কেউ ছাড় পাবে না। এই বিষয়টা নিয়ে রাজনীতি করা বন্ধ করুন।

প্রসঙ্গত, টিকিয়াপাড়ার ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় নিমেষেই ভাইরাল হয়। অনেকের মনে প্রশ্ন উঠছে, পুলিশের নিরাপত্তা নিয়ে। মঙ্গলবার রাতেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় কলকাতা পুলিশ। ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।