Friday, March 29, 2024
রাজ্য​

সোমবার থেকে চলবে বাস, খুলবে দোকান; এক নজরে দেখে নিন মুখ্যমন্ত্রীর ঘোষণা

কলকাতা: দ্বিতীয় দফার লকডাউন শেষ হওয়ার কথা ৩ মে। রাজ্য সরকার আগামী ৪ মে, সোমবার থেকে পশ্চিমবঙ্গে একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা ঘোষণা করল। বুধবার নবান্নে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, গ্রিন ও অরেঞ্জ জোনে খুলবে দোকান, চালু হবে বাস, চালু হবে কল কারখানা ও নির্মাণকাজ। তবে সবকিছুই করতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে।

মুখ্যমন্ত্রী ঘোষণা দেন, সোমবার থেকে রাজ্যের গ্রিন জোনে ট্যাক্সি চালু হবে। কলকাতায় অরেঞ্জ জোনেও হলুদ ট্যাক্সিকে অল্প অল্প ছাড় দেওয়া হবে। সোমবার থেকে রাজ্যের গ্রিন জোনগুলিতে চলবে বেসরকারি বাস। তবে বাসে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। প্রতিদিন বাস স্যানিটাইজ করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। নিয়ম লঙ্ঘন করলে অনুমতি বাতিল করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, শপিং কমপ্লেক্সে অবস্থিত দোকান বা বাজারের মধ্যে দোকান আপাতত খোলা যাবে না। সমস্ত দোকানে হোম ডেলিভারির ব্যবস্থা করতে হবে। তবে খোলা যাবে ইলেক্ট্রনিক্স, স্টেশনারি, বই, মোবাইল, ব্যাটারি, হার্ডঅয়্যার, লন্ড্রি, চা পানের দোকান ও রেস্টুরেন্ট। চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া নিষিদ্ধ। চা খাবেন বাড়ি চলে যাবেন৷ পান, সিগারেট কিনেই বাড়িতে চলে যাবেন৷ কোনও ভাবেই ভিড় বরদাস্ত করা হবে না৷

মুখ্যমন্ত্রীর ঘোষণা, এখনই হকার মার্কেট বা ফুটপাথের দোকান খোলা যাবে না। রেড জোন এলাকায় চলবে কঠোরভাবে লকডাউন। শুক্রবার এবিষয়ে লিখিত নির্দেশিকা জারি করা হবে নবান্নের তরফে।