Wednesday, May 15, 2024
দেশ

মহারাষ্ট্রে বন্যা-ভূমিধসে মৃত্যু সংখ্যা ১৬৪ ছাড়ালো, নিখোঁজ ১০০ জন

মুম্বাই: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র। বন্যা ও ভূমিধসের জেরে এখনও পর্যন্ত অন্তত ১৬৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ অন্তত ১০০ জন। রবিবার সাতারা এবং রায়গড় জেলা থেকে ৩৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সরকারিভাবে বলা হয়েছে, রায়গড়ে ৬০ জন, রত্নগিরিতে ২১ জন, সাতারাতে ৪১ জন এবং থানেতে ১২ জন, মুম্বাই শহরতলিতে ৪ জন, সিন্ধুদুর্গে ২ জন ও পুনেতে ২ জনের মৃত্যু হয়েছে।

মহারাষ্ট্র সরকার জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় ১৬৪ জন মারা গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন ১০০ জনের বেশি মানুষ। মহারাষ্ট্র সরকার রত্নগিরির বন্যাকবলিত এলাকায় পাঁচটি ত্রাণ শিবির তৈরি করেছে। এনডিআরএফের ২৫ টি দল, এসডিআরএফের ৪টি দল, কোস্টগার্ডের ২টি দল, নৌবাহিনীর ৫টি দল এবং সেনাবাহিনীর ৩টি দল ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

কংকন অঞ্চল এবং পশ্চিম মহারাষ্ট্রের বিভিন্ন জেলা থেকে ২ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে রায়গড় ও রত্নাগিরি জেলায় ২ কোটি টাকা করে অনুদান দেওয়া হয়েছে। সাতারা, পুনে, থানে, কোলহাপুর, সংগলী, সিন্ধুদুর্গকে ৫০ লাখ টাকা করে দেওয়া হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রবিবার বন্যাকবলিত এলাকাগুলি পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। পরিস্থিতি দ্রুত সামাল দিতে বিপর্যয় মোকাবিলা বিভাগের সাথে বৈঠক করেন তিনি। বন্যায় ৮৯০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা বৃষ্টিতে মাটি আলগা হয়ে গ্রামের মাটির বহু বাড়ি ভেঙে পড়েছে। তিন হাজারের বেশি পশুপাখির মৃত্যু হয়েছে।