Sunday, May 5, 2024
রাজ্য​

মা দুর্গার কৃপায় কোনও রকমে এখানে পৌঁছেছি, একি হাল বাংলার আইনশৃঙ্খলার? নাড্ডা

ডায়মন্ড হারবার: আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডায়মন্ড হারবারে কর্মীসভা নিয়ে উত্তপ্ত অভিষেকের গড়। নাড্ডার কনভয়ে হামলা চালানো হয়। রাস্তার দু’পাশ দিয়ে চলে অতর্কিতে ইটবৃষ্টি। ইটের আঘাতে একাধিক গাড়ির কাচ ভেঙে যায়।

বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীর গাড়ির কাচও ভাঙা হয়। হাতে চোট পেয়েছেন তিনি। ভাঙচুর করা হয়েছে মুকুল রায়ের গাড়িতেও। নাড্ডার গাড়িকে টার্গেট করে ইট ছোঁড়া হয়। বুলেটপ্রুফ গাড়ি থাকায় কোনও রকমে রক্ষা পান তিনি। সংবাদমাধ্যমের গাড়িও এই হামলার থেকে বাদ যায়নি।

হামলায় আহত হয়েছেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়-সহ একাধিক বিজেপি নেতা। আহত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিকও।

ডায়মন্ড হারবারে পৌঁছেই রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে তোপ দাগেন নাড্ডা। তিনি বলেন, কোনও রকমে মা দুর্গার কৃপায় এখানে পৌঁছতে পেয়েছি। কি অবস্থা রাজ্যের আইনশৃঙ্খলার? অবাক হচ্ছি বাংলার এই হাল দেখে!

সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, মমতার শাসনে বাংলার সভ্যতা সংস্কৃতির চরম অধঃপতন ঘটেছে। রবীন্দ্রনাথ না অরবিন্দ, কে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুই-তোকারির ভাষা শিখিয়েছিলেন? প্রশ্ন তোলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।