Saturday, May 18, 2024
রাজ্য​

চালু হতে চলেছে লোকাল ট্রেন, রাজ্যকে চিঠি দিল কেন্দ্র

কলকাতা: করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন জারি করা হয়। লকডাউন জারি করার পর থেকে রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা এখনও বন্ধ রয়েছে। ধীরে ধীরে সব স্বাভাবিক হলেও এখনও রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা চালু হয়নি। যার প্রতিবাদে আম জনতা ও রেল পুলিশের মধ্যে খন্ডযুদ্ধ বাধে রাজ্যের বিভিন্ন স্থানে। জনতার সাফাই, সবকিছু যখন খুলে দেওয়া হয়েছে তাহলে লোকাল ট্রেন পরিষেবা চালু করতে বাধা কোথায়?

জনতার সেই দাবিকে মান্যতা দিয়ে রাজ্যে চালু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। এ বিষয়ে আলোচনা করতে চেয়ে রাজ্যকে চিঠি দিল রেল। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কবে আলোচনা সম্ভব তা জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে। এর পরেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে অবশেষে কি রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হতে চলেছে?

রাজ্যকে চিঠিতে রেল জানিয়েছে, রেলকর্মীদের কাজের জন্য বিভিন্ন সেকশনে বিশেষ কিছু ট্রেন চালানো হচ্ছে। তবে ওই ট্রেনগুলিতে সাধারণ মানুষ ওঠার চেষ্টা করছে। কিন্তু করোনা পরিস্থিতিতে সেই অনুমতি নেই। যার ফলে বিভিন্ন জায়গায় বিক্ষোভ অবরোধ হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাই রেল মন্ত্রক লোকাল ট্রেন চালানোর জন্য রাজ্যের সঙ্গে আলোচনায় আগ্রহী। সেই আলোচনার জন্য সময়ও জানতে চাওয়া হয়েছে রেলের তরফে।

দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সঞ্জয় মোহান্তি আগেই জানিয়েছেন, ইতিমধ্যেই রেলের তরফে প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেট্রোর থেকেও অনেক বেশি ভিড় হয় লোকাল ট্রেনে। শহর ও শহরতলির স্টেশনে ঢোকা-বেরনোর জন্য একাধিক গেট রয়েছে। ফলে করোনা স্বাস্যবিধি মেনে যাত্রী নিয়ন্ত্রণ করা কঠিন৷ তাই রেল ও রাজ্য একসাথে আলোচনায় বসে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।