Friday, May 3, 2024
আন্তর্জাতিক

থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় নিহত ১৭

দক্ষিণপূর্ব থাইল্যান্ডে একটি যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ১৭ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৩৩ জন। বুধবার সন্ধ্যায় থাইল্যান্ডের নাখোন রাটচাসিমা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দ্বিতল এ বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিল।

নাম প্রকাশ না করার শর্তে নাখোন রাটচাসিমা প্রদেশের জরুরি চিকিৎসা সেবা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে প্রায় ১০ জনের অবস্থা গুরুতর। নিকটস্থ একটি হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছে।’

স্থানীয় পুলিশ স্টেশনের লেফটেন্যান্ট কর্নেল পর্নপাত্তানা জানান, বাসটির ব্রেক ফেল করার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আহত ৩৩ জনের মধ্যে ১০ জনই গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

প্রসঙ্গত বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে, থাইল্যান্ডের রাস্তা পৃথিবীর সবচেয়ে বিপদজনক রাস্তাগুলোর মধ্যে দ্বিতীয়। প্রতি বছর প্রায় ২৪ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের বেশিরভাগই মোটরসাইকেল, বাইসাইকেল ও বাস দুর্ঘটনার শিকার। বিগত বছরের নভেম্বরেও থাইল্যান্ডে ১৩ জন মায়ানমারের নাগরিকের মৃত্যু হয় একটি বাস দুর্ঘটনায়।