Monday, April 29, 2024
কলকাতা

চতুর্থ পশুখাদ্য মামলায় লালুর মোট জেল ১৪ বছর

রাঁচি: ফের জেল হল লালুপ্রসাদ যাদবের ৷ চতুর্থ পশুখাদ্য কেলেঙ্কারি মামলাতেও দোষী সাব্যস্ত হলেন আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তণ মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ ৷ চতুর্থ নম্বর পশুখাদ্য মামলায় লালুপ্রসাদ যাদবের মোট সাজা হল ১৪ বছরের।

দুমকা কোষাগার মামলায় আজ সিবিআইয়ের বিশেষ আদালত লালুপ্রসাদকে দুটি ধারায় সাত বছর করে সাজা দেয়। পশুখাদ্য কেলেঙ্কারির মামলা মোট পাঁচটি। এর আগে তিনটি মামলায় লালুপ্রসাদ দোষী সাব্যস্ত হয়েছেন। আজ ছিল চতুর্থ মামলার রায়।

ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী একটি সাজা হয়েছে সাত বছরের জেল। দ্বিতীয় সাত বছরের জেল দুর্নীতি রোধ আইন অনুযায়ী। লালুপ্রসাদ বর্তমানে রাঁচির বিরসা মুণ্ডা জেলে রয়েছেন। দু’টি মামলায় পাঁচ বছর করে ও অন্য মামলায় সাড়ে তিন বছরের জেল হয়েছে লালুপ্রসাদের। তবে একসঙ্গেই চলবে এই জেলখাটা ৷ এই মামলায় সরকারি কোষাগার থেকে ৩ কোটি ৭৬ লক্ষ টাকা তছরুপের অভিযোগ ছিল।