Sunday, April 28, 2024
FEATUREDদেশ

২০২৫ সালের মধ্যে TB মুক্ত দেশ গড়ার ডাক মোদীর

দিল্লি: TB ( বাংলায় যক্ষ্মা বা যক্ষা ইংরেজিতে Tuberculosis, টিউবার্‌কিউলোসিস্‌ বা টিবি) মুক্ত ভারত গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক TB দিবসে প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লেখেন, “২০৩০ সালের মধ্যে যদি সারা বিশ্ব TB মুক্ত করার লক্ষ্য রাখা হয় তবে আমাদের লক্ষ্য হবে ২০২৫।” TB মুক্ত দেশ গড়ার ডাক দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমি প্রত্যেক নাগরিক ও সংগঠনকে বলব TB নির্মূল করতে এগিয়ে আসুন। সরকার TB মুক্ত ভারত গড়তে বদ্ধপরিকর। মানবজাতির কল্যাণে TB মুক্ত বিশ্ব গড়ার ডাক দেন মোদী।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটে লেখেন, “TB প্রতিরোধ করা আমাদের কাছে একটা বড়সড় চ্যালেঞ্জ। TB নির্মূল করতে এবার সকলের হাতেহাত ধরে এগিয়ে আসার সময় এসেছে।”