Friday, April 26, 2024
কলকাতা

বড়দিনে জেরুজালেমেও এতটা ভিড় হয় না! টুইটারে ট্রেন্ড করল পার্ক স্ট্রিট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ওমিক্রন আতঙ্কের মধ্যেই দেশজুড়ে পালিত হল বড়দিন। তবে বড়দিন পালনের ছবি দেখে আঁতকে উঠেছেন বিশেষজ্ঞরা। আশঙ্কা করা হচ্ছে করোনার তৃতীয় ধাক্কার। এর মধ্যেই যে ছবি ভাইরাল হয়েছে তাতে চোখ কপালে ওঠার মতো অবস্থা। বড়দিনের সন্ধ্যায় পার্কস্ট্রিটে বিপুল জনসমাগম ঘটে।

পার্ক স্ট্রিটের ভিড়ের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। টুইটারে ট্রেন্ড করেছে হ্যাশট্যাগ পার্ক স্ট্রিট। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, সামনের যতদূর দেখা যাচ্ছে মানুষ আর মানুষ। সামাজিক দূরত্ববিধি মেনে চলার বালাই মানুষের মধ্যে দেখা যায়নি। অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক।

উল্লেখ্য, বড়দিন এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গে রাত্রিকালীন বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ওমিক্রন আতঙ্কে যখন কাঁপছে গোটা দেশ সেই পরিস্থিতিতে বড়দিনের সন্ধ্যায় জনসমুদ্রে পরিণত হল পার্ক স্ট্রিট। ওমিক্রন আতঙ্ক ভুলে ডিজের তালে কোমর দোলাতে দেখা যায় তরুণ-তরুণীদের।


পার্ক স্ট্রিটের ভিড়ের সেই ছবি দেখে আতঙ্কের প্রমাদ গুনছেন বিশেষজ্ঞরা। কয়েক ঘন্টা আগে কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালের একটি ইন্টার্নের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে। যিনি কিনা বিদেশ ফেরত। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ভিড়ের ছবি উদ্বেগ বাড়াচ্ছে।