Thursday, April 25, 2024
কলকাতা

‘পার্ক স্ট্রিটে মানুষের ভিড়ে পদপিষ্ট ওমিক্রন!’, ভাইরাল জনসমুদ্রের ছবি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এইতো কিছুদিন আগেই দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেনের হাহাকার পড়ে গিয়েছিল। বেড পাওয়া যাচ্ছিল না। করোনার দ্বিতীয় ধাক্কায় টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল দেশজুড়ে। মাঝখানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বর্তমানে ওমিক্রন আতঙ্কে কাঁপছে দেশ। এর মধ্যেই বড়দিন অন্য চিত্র দেখা গেল কলকাতার পার্ক স্ট্রিটে। বড়দিনের সন্ধ্যায় পার্ক স্ট্রিটে গিজগিজ করছে মানুষ আর মানুষ। যতদূর দূরে দেখা যায় শুধুমাত্র মানুষের মাথা।

ওমিক্রন আতঙ্কের মধ্যে ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিটে ক্রিসমাস উদযাপনে মানুষের ভিড় দেখে চোখ কপালে উঠেছে বিশেষজ্ঞদের। ভিড়ের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, পার্ক স্ট্রিটে প্রচুর মানুষের ভিড়। অধিকাংশ মানুষের মুখেই মাস্ক ছিল না। সামাজিক দূরত্বের বালাইও লক্ষ্য করা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি দেখে নেটিজেনদের অনেকেই নানা রকম মন্তব্য করেছেন। নেটিজেনদের একাংশ লিখেছেনন, ‘বড়দিনের সন্ধ্যায় পার্ক স্ট্রিটে পদপিষ্ট হল ওমিক্রন।’ অনেকে বলেছেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে এত ভিড়ের চিত্র দেখলে হয়তো স্বয়ং যীশু খ্রীষ্টও বলতেন- ওরা জানেনা, ওরা কী ভুল করেছে। ওদের ক্ষমা করে দিও প্রভু।’


উল্লেখ্য, বড়দিনের কয়েক ঘণ্টা আগেই কলকাতা মেডিকেল কলেজের একজন জুনিয়র ডাক্তার ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। যিনি বিদেশ ফেরত নন। এই পরিস্থিতিতে পার্ক স্ট্রিটের এই ভিড় উদ্বেগ বাড়াচ্ছে।