কলকাতায় হবে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট, হবে বিপুল কর্মসংস্থান
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে বিরাট বড় সুখবর কলকাতার জন্য। কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হবে। এর ফলে বিপুল বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ মিলবে।
জানা গেছে, কোয়াড সম্মেলনের ফাঁকে মোদী-বাইডেন ড্রোন চুক্তি, কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি-সহ একাধিক বিষয়ে আলোচনা করেছেন।
উল্লেখ্য, সেমিকন্ডাকটর হলো এক বিশেষ ধরনের ‘চিপ’ বা ‘মাইক্রোচিপ’। এটি মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ, টিভি-সহ বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রগুলিকে সচল রাখে। প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টরের চাহিদা ব্যাপক।