১০ বছর ধরে ভারতে বসবাস ও কাজ করেছিলেন, মহারাষ্ট্র থেকে গ্রেফতার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে মহারাষ্ট্রের পালঘর থেকে ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
ইন্সপেক্টর সৌরভী পাওয়ার বলেছেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেল নালা সোপাড়ার একটি বস্তিতে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে।’
ধৃতরা হলেন আরশাদ রহমতুল্লাহ গাজী, দিনমহম্মদ মন্ডল, মিরাজ সাহেব মন্ডল, সাজাদ কাদির মন্ডল এবং সাহেব পঞ্চানন সরদার। তারা ভারতে বসবাসের জন্য বৈধ নথি দেখাতে পারেনি। জেরায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ এবং থাকার কথা স্বীকার করেছে তারা।
পুলিশ জানিয়েছে, ধৃতরা ১০ বছর আগে নদীপথে ভারতে অনুপ্রবেশ করেছিল এবং শ্রমিক হিসেবে কাজ করেছিল। ইন্ডিয়া টুডে