৪ আগস্ট থেকে ২০ আগস্ট বাংলাদেশে ২০১০টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশ জুড়ে অরাজকতা অব্যাহত। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ব্যাপকহারে হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দেওয়া হিসেব অনুযায়ী, গত ৪ আগস্ট থেকে ২০ আগস্ট বাংলাদেশে ২০১০টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে। বহু সংখ্যালঘুকে হত্যা করা হয়েছে। উপাসনালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণের মতো ঘটনাও ঘটেছে। কমপক্ষে ৯১৫টি বাড়িঘর হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ৯৫৩টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।
অপ্রিয় হলেও সত্য, আজ পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের একটিও ঘটনার বিচার হয়নি। যার ফলস্বরূপ ১৯৭০ সালে বাংলাদেশে যেখানে ১৯-২০ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায় বসবাস করতো তা এখন কমে দাঁড়িয়েছে মাত্র ৮.৬ শতাংশে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দাবি, জাতিসংঘের তত্ত্বাবধানে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক।