Sunday, May 19, 2024
দেশ

কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, অভ্যন্তরীণ বিষয়, আমরা হস্তক্ষেপ করব না: তালিবান

কাবুল: সোমবার একটি বিবৃতিতে তালিবানের রাজনৈতিক শাখা, ‘ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান’-এর মুখপাত্র সুহেল শাহিন জানালেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না তালিবান। ঠিক সে কারণেই কাশ্মীরে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী হামলায় জড়াবে না তারা।

সুহেল শাহিন বিবৃতিতে জানান, তালিবান কাশ্মীরে জিহাদে যুক্ত হচ্ছে, গণমাধ্যমে প্রচারিত এই তথ্য অসত্য। ইসলামিক এমিরেটসের নীতি স্পষ্ট। আমরা অন্যদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না।

উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তালিবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদের একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, কাশ্মীর-সমস্যার সমাধান না করা পর্যন্ত ভারতের সঙ্গে বন্ধুত্ব অসম্ভব। কাবুল দখল করার পর কাশ্মীরের দখল নেবে তালিবান। ভিডিওটি ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাকচ্যানেলের মাধ্যমে তালিবানদের কাছে ভারত জিজ্ঞেস করেছিল, জম্মু-কাশ্মীর নিয়ে তাদের কি অবস্থান। তখন ভারতকে তালিবান জানায়, এই সব পোস্ট ভূয়ো। জম্মু কাশ্মীর ভারতের অংশ, আর কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না তারা।

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, তালিবানদের মধ্যে বিভিন্ন মতাদর্শের লোক আছে। অনেকে পাকিস্তানের সঙ্গে যুক্ত থাকতে চায়, কেউ আবার স্বাধীন চিন্তাধারার পক্ষপাতী।