Saturday, May 18, 2024
দেশ

আজ শপথ নিলেন কর্ণাটকের মন্ত্রীরা

বেঙ্গালুরু, ৬ জুন: কর্ণাটকে আজ বুধবার কংগ্রেস নেতৃত্বাধীন নতুন ২৫ সদস্যের মন্ত্রিসভা গঠিত হল। এর মধ্যে ১৪ জন কংগ্রেসের, ৯ জন জেডি (এস)-এর, একজন বিএসপি-এর এবং একজন নির্দল বিধায়ক। মুখ্যমন্ত্রী হিসেবে জনতা দলের এস কুমারস্বামী এবং উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কংগ্রেসের জি পরমেশ্বরা। নতুন মন্ত্রিসভায় একমাত্র মহিলা মন্ত্রী কর্নাটকের প্রাক্তন অভিনেত্রী তথা কংগ্রেস বিধায়ক জয়ামালা। নতুন সরকার শপথ নেওয়ার মাধ্যমে কর্ণাটক এক সপ্তাহের মধ্যে দুইজন মুখ্যমন্ত্রী পাচ্ছে। এর আগে মাত্র দুই দিন ক্ষমতায় থেকে পদত্যাগ করেন বিজেপির মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা।

রাজভবনে এদিন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল বাজুভাই আর ভালা। কংগ্রেস ও জেডি (এস)-এর মন্ত্রীরা শপথ নেন কন্নড় ভাষায়।

প্রসঙ্গত, কর্ণাটকে ২২৪টি আসনের মধ্যে ভোট হয়েছে ২২২টি কেন্দ্রে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে দরকার ছিল ১১১টি আসনের। বিজেপি একক ভাবে ১০৪টি আসন পায়। অন্যদিকে কংগ্রেস পেয়েছে ৭৮টি আসন এবং জেডি (এস) পায় ৩৭টি আসন। অন্যরা পায় ৩টি আসন। এক্ষেত্রে কংগ্রেস ও জেডিপি জোটবদ্ধ হওয়ার ফলে বেশি আসনে জিতেও সরকার গঠন করতে ব্যর্থ হয় বিজেপি।