Saturday, May 18, 2024
দেশ

৬২৫-এ ৬২৪ নম্বর পেয়েও খাতা পুনর্মূল্যায়নের আবেদন

বেঙ্গালুরু: মোট নম্বরের থেকে এক নম্বর কম পেয়েছিল কর্নাটকের বেলগামের ছাত্র মোহাম্মদ কাইফ মোল্লা। মোট ৬২৫-এর মধ্যে তার প্রাপ্য নম্বর ৬২৪। তাতেও মন ভরেনি তার। খাতার পুনর্মূল্যায়ন করিয়েছে সে। এবার তার নম্বর কত উঠেছে জানেন? ৬২৫-এর মধ্যে ৬২৫।

কাইফ হল বেলগামের সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের ছাত্র। গত ৭ মে দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হয়। তার প্রাপ্ত নম্বর ছিল ৬২৪। সব বিষয়ে পুরো নম্বর পায় সে, ১ নম্বর শুধু কমেছে বিজ্ঞান বিভাগে। এক নম্বর কম পাওয়ার হতাশা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু সহজে দমে যাওয়ার পাত্র নয়, তাই খাতার পুনর্মূল্যায়নের আবেদন করে সে। আশ্চর্যজনক ভাবে সেই পুনর্মূল্যায়নে তার এক নম্বর বাড়ে। ৬২৫-এ ৬২৫ নম্বর পেয়ে রাজ্যে আরও দু’জনের সঙ্গে প্রথম স্থান অর্জন করে কাইফ।

কাইফের বাবা হারুন রশিদ মোল্লা সরকারি প্রাথমিক স্কুলে পড়ান, মা পারভীন মোল্লা সরকারি হাই স্কুলে কন্নড়ের শিক্ষিকা। ছেলের এই সাফল্যে বাবা বলেন, “ছেলে দিনে ১২ ঘণ্টা পড়াশোনা করত। সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরেই রাখত ও। আমরা চাই ও আরও অনেক দূর এগিয়ে যাক।”