Monday, May 6, 2024
বলিউড

নিজেকে দেশের ‘সবচেয়ে শক্তিশালী নারী’ বলে দাবি কঙ্গনার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের বিতর্কিত মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। বর্তমানে শিখ সম্প্রদায়ের মানুষকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। এর মধ্যেই নিজেকে দেশের সবথেকে শক্তিশালী মহিলা (India’s ‘most powerful woman’) বলে দাবি করেছেন তিনি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে উঠেছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে সংবাদ সংস্থা এএনআইয়ের একটি রিপোর্ট শেয়ার করেন অভিনেত্রী। এএনআইয়ের ওই রিপোর্টের ছবির উপরে ক্যাপশন হিসেবে কঙ্গনা লিখেছেন, ‘হা হা হা, এই দেশের সবচেয়ে শক্তিশালী মহিলা আমি।’ স্টোরিতে মাথায় মুকুটের একটি ইমোজিও শেয়ার করেছেন অভিনেত্রী।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় কৃষকদের বিক্ষোভকে খলিস্তানি আন্দোলন বলে মন্তব্য করেছেন কঙ্গনা রানাওয়াত। এই মন্তব্যের প্রতিবাদে কঙ্গনার বিরুদ্ধে মুম্বাইয়ে এফআইআর দায়ের করা হয়।

উল্লেখ্য, দেশ জুড়ে তীব্র প্রতিবাদের মুখে কৃষি আইন বাতিল করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। অনেকেই মনে করছেন, সামনে কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট। ভোটের আগে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কঙ্গনা এ প্রসঙ্গে কৃষকদেরকে বিঁধে জিহাদি বলে মন্তব্য করেছেন।

অভিনেত্রীর বিরুদ্ধে সুপ্রিমকোর্টে অভিযোগ দায়ের করেন আইনজীবী চরণঞ্জিত সিং চন্দ্রপাল। কঙ্গনার বিরুদ্ধে সমস্ত এফআইআর মুম্বাইয়ের খার থানায় নিয়ে আসার আবেদন জানান তিনি। পাশাপাশি দাবি জানান, ৬ মাসের মধ্যে চার্জশিট ফাইল করতে হবে এবং ২ বছরের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে।