Sunday, May 19, 2024
দেশ

মেধাবী পড়ুয়াদের বিনামূল্যে শিক্ষার জন্য ‘শ্রেষ্ঠ যোজনা’ চালু করছে কেন্দ্র

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সোমবার থেকে ‘শ্রেষ্ঠ যোজনা (Shrestha Yojana)’ চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের আওতায় বেসরকারি বিদ্যালয়ে তপশিলি জাতির (Scheduled Castes) মেধাবী শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা (Quality Residential Education) লাভ করতে পারবেন।

সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী (Minister Of Social Justice And Empowerment) বীরেন্দ্র কুমার বৃহস্পতিবার বলেন, এই প্রকল্পের আওতায় তপশিলি জাতির মেধাবী পড়ুয়ারা একটি ভালো ভবিষ্যৎ পাবেন। এর ফলে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্কুল ছাড়ার প্রবণতা কমবে।

বীরেন্দ্র কুমার বলেন, সরকার ‘আজাদী কা মহোৎসব’ এর অংশহিসেবে বি আর আম্বেদকর এর স্মরণে মহাপরিনির্বাণ দিবস পালন করতে চলেছে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে অনুষ্ঠানগুলি সংসদ ভবনে শুরু হবে, যেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বাবা সাহেবের মূর্তির প্রতি পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর বৌদ্ধ ভিক্ষুরা ধম্ম পাঠ করবেন। তারপরে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের গান এবং নাটক বিভাগ সংসদে ডঃ বিআর আম্বেদকরকে উৎসর্গীকৃত বিশেষ গানগুলি উপস্থাপন করবেন।