Sunday, May 5, 2024
দেশ

CRPF হামলার মাস্টারমাইন্ড শীর্ষ লস্কর জঙ্গি নাসিরউদ্দিনকে খতম করল ভারতীয় সেনা

শ্রীনগর: জম্মু-কাশ্মীরে জঙ্গি দমনে ফের সফলতা পেল ভারতীয় সেনা। গত ২৪ ঘণ্টার অপারেশনে খতম তিন জঙ্গি এবং জীবন্ত পাকড়াও আরও তিন জঙ্গি। বুধবার সন্ধ্যায় কুপওয়ারার হান্দওয়াড়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম মোস্ট ওয়ান্টেড লস্কর কম্যান্ডার নাসিরুদ্দিন লোন।

জম্মু পুলিশ জানিয়েছে, খতম হওয়া তিন লস্কর জঙ্গির মধ্যে একজন নাসিরউদ্দিন। তাকে দীর্ঘসময় ধরে খোঁজা হচ্ছিল। রেকর্ড অনুযায়ী, গত ১৮ এপ্রিল, ৪ মে সোপোর এবং হান্দওয়াড়ায় সিআরপিএফ জওয়ানদের উপর হামলায় মাস্টারমাইন্ড ছিল নাসিরুদ্দিনই।

বুধবার সন্ধ্যায় হান্দওয়াড়ায় সেনা-জঙ্গির মধ্যে ব্যাপক গুলির লড়াই হয়। তখন দুই লস্কর জঙ্গিকে খতম করে নিরাপত্তা বাহিনী। এদিকে, সোপিয়ানের মোলু চিত্রগম এলাকায় এনকাউন্টারে খতম এক জঙ্গি। নিহত জঙ্গির নাম তালিব হুসেন মির। সে হিজবুল মুজাহিদিনের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

কাশ্মীরের আইজিপি বিজয় কুমার বলেছেন, লস্কর জঙ্গি নাসিরুদ্দিন ১৮ এপ্রিল, ৪ মে পরপর দুটো হামলা চালিয়েছিল সিআরপিএফ জওয়ানদের ওপর। সেই থেকেই তাকে খোঁজা হচ্ছিল। তাকে সহ তিন জঙ্গি নিকেশ করা হয়েছে। এখনও এনকাউন্টার চলছে, ঘটনাস্থলে পুলিশ ও সিআরপিএফের বিরাট বাহিনী মোতায়েন রয়েছে।