Saturday, April 27, 2024
দেশ

বর্তমানে ভারতে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ৩১৬৭টি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত কয়েক বছরে ভারতে বেড়েছে বাঘের সংখ্যা। ২০২২ সাল পর্যন্ত ভারতে মোট ৩১৬৭টি। ২০১৮ সালে ভারতে বাঘ ছিল ২৯৬৭টি। অর্থাৎ, গত ৪ বছরে ভারতে ২০০টি বাঘ বেড়েছে। রবিবার কর্ণাটকের মাইসুরুতে এ তথ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উল্লেখ্য, আজ ৫০ বছরে পা রাখলো ভারতের কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের টাইগার প্রজেক্ট। রবিবার সকালে কর্ণাটকের বান্দিপুর ব্যাঘ্রপ্রকল্প পরিদর্শনে যান মোদী।

মোদী বলেন, ‘ভারতের ব্যাঘ্র প্রকল্পের সাফল্য শুধু আমাদের দেশের নয়, গোটা বিশ্বের কাছেই গর্বের। ভারত শুধু বাঘেদের বাঁচাচ্ছে না, সঙ্গে পুরো ইকো সিস্টেমকেও রক্ষা করছে। ভারত হল এমন একটি দেশ যেখানে প্রকৃতিকে রক্ষা করা হল সংস্কৃতির অঙ্গ। আমরা বাস্তুতন্ত্র ও অর্থনীতির মধ্যে কোনও দ্বন্দ্ব দেখি না।’