Friday, March 29, 2024
খেলা

মোদীর জঙ্গল সাফারির ছবি শেয়ার করে কেভিন পিটারসন লিখলেন ‘বিশ্বনেতা’, ‘হিরো’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রবিবার সকালে কর্ণাটকের বান্দিপুর ব্যাঘ্রপ্রকল্প পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নয়া লুকে দেখা যায় মোদীকে। খাকি পোশাক, টুপি, ক্যামেরা ও দূরবীন নিয়ে জঙ্গল সাফারিতে যান নরেন্দ্র মোদী। হাতিকেও নিজে হাতে খাওয়ান মোদী। পশুদের প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসা দেখে ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসন মোদীর ছবি শেয়ার করেছেন। লিখেছেন- মোদী একজন হিরো!

ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন টুইটে লিখেছেনছেন, “আইকনিক! একজন বিশ্বনেতা যিনি প্রাণীদের ভালোবাসেন এবং জীবজন্তুদের সঙ্গে সময় কাটালেন। মোদী তাঁর গত জন্মদিনে ভারতের অভয়ারণ্যে নামিবিয়া থেকে নিয়ে আসা চিতাগুলিকে ছেড়ে দিয়ে জন্মদিন পালন করেছিলেন। নরেন্দ্র মোদী একজন হিরো।”


গত বছরের ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদী তাঁর জন্মদিনে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে নামিবিয়া থেকে নিয়ে আসা চিতাদের স্বাগত জানাতে যান। নামিবিয়া থেকে বিমানে উড়ে আসা ৮ টি চিতাকে তিনি নিজে হাতে অভয়ারণ্যে ছেড়ে জন্মদিন উদযাপন করেন।

উল্লেখ্য, কেবিন পিটারসন একজন পশুপ্রেমী। বিভিন্ন সময় তাঁকে তাঁর টুইটার হ্যান্ডেলে বিভিন্ন জীবজন্তুর ছবি পোস্ট করতে দেখা গিয়েছে।