Friday, May 3, 2024
দেশ

আণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল অগ্নি প্রাইমের সফল উৎক্ষেপণ করল ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল অগ্নি পি এর সফল উৎক্ষেপণ করল ভারত। শনিবার সকাল ১১টা বেজে ৬ মিনিট নাগাদ এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করে ভারত। ১০০০ থেকে ২০০০ কিলোমিটার পাল্লায় লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এই অগ্নি পি।

এএনআই সূত্রে খবর, “ভারত ওড়িশার বালাসোরের ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হয়। অগ্নি প্রাইম হল অগ্নি শ্রেণীর ক্ষেপণাস্ত্রের একটি সবথেকে সর্বশেষ রূপ। এটি ১০০০ থেকে ২০০০ কিলোমিটার পাল্লার একটি ক্যানিস্টারাইজড ক্ষেপণাস্ত্র।

আণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম কৌশলগত ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইমে অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা উচ্চ স্তরের নির্ভুলতার সাথে তার সমস্ত মিশনের উদ্দেশ্য পূরণ করেছে।

এই বছরের ২৮ জুন ক্ষেপণাস্ত্রের শেষ পরীক্ষাটি করা হয়েছিল। এটি বাহিনীতে অপারেশনাল অন্তর্ভুক্তির জন্য শীঘ্রই প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। ভারত নতুন প্রযুক্তি এবং ক্ষমতা গ্রহণ করে তার কৌশলগত ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারকে আরও শক্তিশালী করার প্রক্রিয়ায় রয়েছে। সম্প্রতি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও সফল হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও-কে এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। ডিআরডিও চেয়ারম্যান ডক্টর জি সতীশ রেড্ডি অগ্নি পির সফল উৎক্ষেপণের পর গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ডিআরডিওর গোটা দল অক্লান্ত পরিশ্রম করেছেন।