Monday, November 17, 2025
Latestদেশ

ভারত ও মরিশাস স্থানীয় মুদ্রায় বাণিজ্য করবে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বারাণসীতে ভারত ও মরিশাসের (India-Mauritius) প্রধানমন্ত্রীর বৈঠকে ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের (Navinchandra Ramgoolam) সিদ্ধান্ত বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা করবে। দুই দেশের মধ্যে বাণিজ্য এখন আর ডলারের ওপর নির্ভরশীল থাকবে না; বরং স্থানীয় মুদ্রা—ভারতের রুপি এবং মরিশাস রুপি—ব্যবহার করা হবে। যার ফলে দু’দেশের অর্থনৈতিক ব্যবস্থা আরও সুদৃঢ় হবে।  বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ স্থানীয় মুদ্রা নির্ভর বাণিজ্যের নতুন পথ খুলে দেবে এবং ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাবে।

প্রধানমন্ত্রী মোদী এই বৈঠককে কেবল আনুষ্ঠানিক আলাপ-আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং এটিকে একটি আন্তরিক অভিজ্ঞতা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ভারত-মরিশাস সম্পর্ক পারিবারিক বন্ধনের মতো গভীর এবং সময়ের সাথে আরও দৃঢ় হয়ে উঠছে। মোদী উল্লেখ করেন, চাগোস মেরিন প্রোটেক্টেড এরিয়া, এসএসআর আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার নির্মাণ, জাতীয় সড়ক ও রিং রোড সম্প্রসারণ—এসব গুরুত্বপূর্ণ প্রকল্প যৌথভাবে বাস্তবায়িত হবে। তিনি জোর দিয়ে বলেন, এগুলি কোনও দাতব্য প্রকল্প নয়, বরং দুই দেশের জন্য ভবিষ্যতের যৌথ বিনিয়োগ। গত বছর মরিশাসে ইতোমধ্যেই ভারতীয় ইউপিআই (UPI) এবং রুপি কার্ড চালু হয়েছে, আর এখন স্থানীয় মুদ্রায় সরাসরি বাণিজ্য ব্যবস্থার সূচনা হচ্ছে—যা এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

উল্লেখযোগ্যভাবে, ভারত মরিশাসে ৫০০ শয্যার আয়ুষ এক্সেলেন্স সেন্টার, পশু হাসপাতাল, ভেটেরিনারি কলেজ এবং নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার নির্মাণসহ নানা উন্নয়ন প্রকল্পে পাশে থাকবে। এসব প্রকল্পের মাধ্যমে দুই দেশের জনগণের জীবনমান উন্নয়ন ও সমৃদ্ধিতে সরাসরি অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

মোদী বলেন, ভারত ও মরিশাসের লক্ষ্য এক—হিন্দ মহাসাগরকে স্বাধীন, নিরাপদ ও সমৃদ্ধ করা। তিনি মরিশাসের সার্বভৌমত্ব পুনরুদ্ধারকে বিশেষভাবে স্বাগত জানান এবং স্মরণ করিয়ে দেন, ভারত সবসময় উপনিবেশবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মরিশাসের সার্বভৌমত্বকে অকুণ্ঠ সমর্থন করে এসেছে।

বারাণসীর এই বৈঠকের প্রধান নির্যাস হল—দ্বিপক্ষীয় সম্পর্ক কেবল কূটনৈতিক মঞ্চে সীমাবদ্ধ না থেকে আত্মিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্ধনে পরিণত হচ্ছে। এই সিদ্ধান্ত ও যৌথ প্রকল্পসমূহ আগামীদিনে শুধু ভারত-মরিশাসের জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়া ও হিন্দ মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নয়নের পথ সুগম করবে। ভারত-মরিশাস বন্ধন এখন এক নতুন অর্থনৈতিক ও কৌশলগত অধ্যায়ে প্রবেশ করেছে।