বর্তমান বিশ্বে আমেরিকার শীর্ষ সম্পর্কগুলির মধ্যে ভারত অন্যতম: মার্কিন পররাষ্ট্র সচিব
কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুল্ক আরোপ ইস্যুতে আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা চলছে। এর মধ্যে মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও বললেন, ভারত আমেরিকার ‘শীর্ষ সম্পর্কগুলোর’ মধ্যে একটি হিসেবে উল্লেখ করেছেন। রুবিও ভারতের ভূমিকাকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এবং বৈশ্বিক কূটনীতি ও ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।
রুবিও বলেন, “সির্জিও গোরের মত এমন প্রতিনিধি থাকা গুরুত্বপূর্ণ, যিনি প্রেসিডেন্টের সরাসরি আস্থাভাজন ব্যক্তি। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং প্রশাসন ও অভ্যন্তরীণ নীতিনির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম।”
এই সময়ে ভারত-মার্কিন সম্পর্ক ‘অসাধারণ পরিবর্তনের পর্যায়ে’ রয়েছে বলে উল্লেখ করেন রুবিও। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা ও সহযোগিতা প্রয়োজন। বিশেষত ট্রাম্প প্রশাসন ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার ফলে সম্পর্ক কিছুটা তিক্ত হয়েছে। তবে, শ্রীঘ্রই দু’দেশের মধ্যে বাণিজ্য আলোচনা হতে চলেছে, যা আগামী সপ্তাহে পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সির্জিও গোর বলেন, “ভারত একটি কৌশলগত অংশীদার, যার ভবিষ্যৎ কেবল দক্ষিণ এশিয়া নয়, গোটা অঞ্চলের গতিপথ নির্ধারণ করবে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমি এই গুরুত্বপূর্ণ অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।”


