Friday, April 26, 2024
দেশ

কারও কাছে হাত পাতে না ভারত, বরং সমস্যায় পড়লে বিশ্বকে সাহায্য করে: অনুরাগ ঠাকুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বললেন, ‘বর্তমানে ভারত কারো কাছে সাহায্য প্রার্থনা করে না বরং ভারত প্রত্যেককে সাহায্য করে।’

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়াকে ভারতের সাহায্য করা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘বিশ্বের যে কোনও প্রান্তে কোনও সমস্যা হলে, সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত। নেপালে ভূমিকম্প হলে, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত। ভূমিকম্প বিধ্বস্ত নেপালকে সবার প্রথমে সামনে থেকে সাহায্য করে ভারত। তুরস্ক, সিরিয়ার ক্ষেত্রেও সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত।’

উল্লেখ্য, অতিমারি করোনার সময় ভারতের তরফে বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছিল। সে সময় গোটা বিশ্ব ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল।