Thursday, March 28, 2024
দেশ

বিজেপি বিরোধী তৃতীয় ফ্রন্ট গঠনের শুরুতেই জোর ধাক্কা খেলেন কেজরিওয়াল, মিললো না ইতিবাচক সাড়া

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা ভোট। আর লোকসভা ভোটে বিজেপিকে রুখতেই হবে। বিজেপিকে হারাতে তৃতীয় ফ্রন্ট গঠনে উদ্যোগী হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু শুরুতেই জোর ধাক্কা খেলেন তিনি।

জানা গেছে, বিজেপি বিরোধী ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন কেজরিওয়াল। ফ্রন্টে যোগ দেওয়ার আহ্বান জানান। এই উপলক্ষে ১৮ মার্চ তাঁদেরকে দিল্লিতে ডিনারে ডেকেছিলেন আপ সুপ্রিমো। কিন্তু আপ নেতার সেই ডিনার নিয়ে ইতিবাচক সাড়া মেলেনি।

কেজরিওয়ালের আমন্ত্রিতদের তালিকায় ছিলেন- বাংলার মুখ্যমন্ত্রী, কেরলের মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রী, পঞ্জাবের মুখ্যমন্ত্রী, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। এই গ্রুপের নাম দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীদের প্রগতিশীল গ্রুপ বা জি-৮।

তবে কেউই জি-৮ নিয়ে ইতিবাচক সাড়া না দেওয়ায় হতাশ কেজরিওয়াল। পাশাপাশি, প্রশ্ন উঠছে বিজেপি বিরোধী জোট কি আদৌ গঠন করা সম্ভব? এ প্রসঙ্গে ভোটকুশলী প্রশান্ত কিশোর জানিয়েছেন, বিজেপি বিরোধী দলগুলির মধ্যে আদর্শগত পার্থক্য রয়েছে। যার ফলে বিজেপি বিরোধী জোট গঠন সম্ভব নয়।