Friday, May 3, 2024
দেশ

সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রি করতে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মধ্যপ্রাচ্যের সঙ্গে আলোচনা করছে ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইন্দোনেশিয়া ভারত থেকে ২০০ থেকে ৩৫০ মিলিয়ন ডলার মূল্যের ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল কিনতে পারে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত বেশ কিছুদিন ধরে ব্রহ্মোস ক্রুজ মিসাইল বিক্রির জন্য ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষের সাথে আলোচনা করছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ এবং মধ্যপ্রাচ্যের সঙ্গেও ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়ে আলোচনা শুরু করছে ভারত। এমনটাই জানালেন ব্রহ্মোস এর সিইও।

উল্লেখ্য, সম্প্রতি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র। এটির সফল উৎক্ষেপণ করেছে ভারতীয় নৌসেনা। ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গনাইজেশন বা ডিআরডিও। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে ডিআরডিও সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।

ব্রহ্মোস হল একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে এই মিসাইল তৈরির কাজ শুরু হয়েছিল। এখন ভারত নিজের প্রযুক্তি ব্যবহার করেই এই মিসাইল তৈরি করতে শুরু করেছে।