Wednesday, May 8, 2024
দেশ

রাশিয়া থেকে সস্তায় তেল কিনে চড়া দামে ইউরোপে রপ্তানি করছে ভারত, বিপুল মুনাফা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কিনছে ভারত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমের দেশগুলি। যার ফলে অনেকটাই অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে রাশিয়া। এই পরিস্থিতিতে ভারতের কাছে কম দামে তেল বিক্রি করছে পুতিনের দেশ।

জানা গেছে, রাশিয়ার থেকে কেনা অপরিশোধিত সেই তেল শোধনের পরে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করে বিরাট মুনাফা আয় করেছে ভারতীয় সংস্থাগুলি।

কেপলার ও ভরটেক্সা নামে দুই সংস্থার দাবি, রাশিয়া থেকে ভারতের তেল আমদানির পরিমাণ যথেষ্ট বেড়েছে। পাশাপাশি, বেড়েছে ভারত থেকে তেল রপ্তানির পরিমাণও।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে প্রতিদিন ইউরোপের বাজারে ১ লাখ ৫৪ হাজার ব্যারেল ডিজেল ও জেট ফুয়েল রপ্তানি করতো ভারত। কিন্তু গত অর্থবর্ষে সেটা বেড়ে প্রতিদিন গড়ে হয়েছে ২ লাখ ব্যারেল। অর্থাৎ, গত এক বছরে অনেকটাই বেড়েছে ভারতের রপ্তানির পরিমাণ।

পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রাশিয়ার থেকে সবচেয়ে বেশি তেল কিনেছে ভারত। তাই কম দামে রাশিয়ার থেকে কেনা তেল চড়া দামে ইউরোপীয় দেশগুলিতে রপ্তানি করছে ভারত। এর ফলে বিপুল পরিমাণ মুনাফা হচ্ছে ভারতের।