Friday, April 19, 2024
দেশ

‘হনুমানজি দুষ্টের দমন করেছেন, আর বিজেপির লড়াই দুর্নীতির বিরুদ্ধে’, হনুমান জয়ন্তীতে মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আজ, বৃহস্পতিবার হনুমান জয়ন্তী। হিন্দুশাস্ত্র অনুযায়ী, এদিনেই পবনপুত্র হনুমান জন্মগ্রহণ করেন। এটা বিশ্বাস করা হয় দেবতা হনুমানের (Lord Hanuman) জন্মদিনে তাঁর পুজো করলে ভক্তদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বর্ষিত হয়।

হনুমান জয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেসবুক বার্তায় তিনি লিখেছেন, ‘সবাইকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা। এই পুণ্য তিথিতে ভগবান হনুমানের চরণে সবার মঙ্গল কামনা করি।’

মোদী বলেছেন, ‘হনুমানজি দুষ্টের দমন করেছেন। আর বিজেপির লড়াই দুর্নীতির বিরুদ্ধে। দেশের স্বার্থে সরকার হনুমানের মতো সাহসিকতার সঙ্গে এগোবে।’

মোদী বলেন, ‘আজ ভারত ভগবান হনুমানের শক্তির মতো তার সম্ভাবনা উপলব্ধি করছে। বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ভগবান হনুমানের থেকে অনুপ্রেরণা পায়। যদি আমরা ভগবান হনুমানের পুরো জীবন দেখি, পরাক্রমশালী মনোভাব ছিল যা তাকে সব ধরণের সাফল্য আনতে সাহায্য করেছিল।’

তিনি আরও বলেন, ‘হনুমানজি সবকিছু করতে পারেন, সবার জন্য করেন, কিন্তু নিজের জন্য কিছুই করেন না! বিজেপি এর থেকেই অনুপ্রেরণা পায়!’

উল্লেখ্য, দেশজুড়ে আজ পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। রামনবমীর মতো অশান্তি এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।