Sunday, May 19, 2024
খেলা

৯ উইকেটে পাকিস্তানকে ফের ‘গো হারা’ হারাল ভারত

দুবাই: এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ৯ উইকেটে হারাল ভারত। টসে জিতে ভারতের বিরুদ্ধে ব্যাট করতে নামে পাকিস্তান। ভারতের সামনে ২৩৮ রানের টার্গেট রাখে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ধাওয়ান (১১৪) ও রোহিতের (১১১, অপরাজিত) ব্যাটে ভর করে ৯ উইকেটে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান বধ ভারতের।

পাকিস্তানের ২৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার ওপেনিং জুটির পার্টনারশিপ ভাঙল ২০০ রানের গণ্ডি পেরিয়ে। তাও রান আউট হয়ে ফিরলেন শেখর ধাওয়ান। যেন ক্রিজে দাঁড়িয়ে নেট প্র্যাকটিক করলেন দুই ব্যাটসম্যান। জোড়া সেঞ্চুরিতে এল প্রত্যাশিত জয়। সেই সঙ্গে ওয়ানডে-তে ৭ হাজার রানও করে ফেললেন ক্যাপ্টেন রোহিত শর্মা।

ভারত ৩৯.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩৮ রান তুলে ম্যাচ জিতে যায়। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৯ উইকেটে জয়ের ফলে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করল টিম ইন্ডিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২৩৭/৭ (৫০ ওভারে) ইমাম-উল-হক ৩০, ফখর ৩১ , আজম ৯, মালিক ৭৮, সরফরাজ ৪৪ , আসিফ ৩০, বাবর ৯ , শাদাদ ১০ , নওয়াজ ১৫*, হাসান ২*; কুলদীপ ২/১০, চাহাল ২/৯, বুমরাহ ২/১০)

ভারত: ২৩৮/১ (ধাওয়ান-১১৪, রোহিত-১১১*, আম্বাতি রাইডু ১২*)

ফলাফল: ভারত ৯ উইকেটে জয়ী