Friday, May 3, 2024
দেশ

লালকেল্লা থেকে সপ্তমবার জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: ১৫ আগস্ট দেশের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে সপ্তমবার দিল্লির লালকেল্লা থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ দিলেন নমো। তাঁর এদিনের ভাষণের অনেকটা অংশই ছিল করোনা পরিস্থিতি নিয়ে।

করোনার বিরুদ্ধে সামনে থেকে যারা লড়াই করেছেন সেই সমস্ত যোদ্ধাদের প্রণাম জানিয়েছেন তিনি। মোদী বলেন, আমরা এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই মহামারির আতঙ্কের জন্যই আজ আমরা লালকেল্লায় স্বাধীনতা দিবস অনুষ্ঠানে কোনও শিশুকে দেখতে পাচ্ছি না। পুরো জাতির পক্ষ থেকে, আমি সমস্ত করোনা যোদ্ধাদের তাঁদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাতে চাই। স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসক এবং নার্সরা, প্রত্যেকে জাতির সেবায় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।

প্রধানমন্ত্রী বলেন, এই করোনা পরিস্থিতিতে অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আমি জানি, ১৩০ কোটি ভারতবাসীর সংকল্পকে পাথেয় করে আমরা করোনাকে হারাবই।

যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন সেই সমস্ত ভারতীয় সেনাদের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন নমো। তিনি বলেন, আজ আমরা মুক্ত বায়ুর স্বাদ নিতে পারছি, স্বাধীনভাবে সবকিছু করতে পারছি কারণ এর নেপথ্যে লক্ষাধিক মুক্তিযোদ্ধার আত্মবলিদান রয়েছে। বর্তমানেও আমাদের নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বা অন্যান্য সুরক্ষা বাহিনীর জন্যই আমরা নিশ্চিন্তে রয়েছি।