Saturday, April 27, 2024
আন্তর্জাতিক

আর্থিক সংকট মুক্ত হতে চলেছে শ্রীলঙ্কা, ২.৯ বিলিয়ন ডলার দিচ্ছে IMF

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত কয়েক মাস ধরে চরম আর্থিক সংকটকে ভুগছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। ডলারের রিজার্ভ কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজার থেকে পেট্রোল-ডিজেল কিনতে পারছিল না দেশটি। দেউলিয়া হয়ে গিয়েছিল। এবার শ্রীলঙ্কার পাশে দাঁড়ালো IMF। যার ফলে কাটছে চলেছে তাদের আর্থিক দুর্দশা।

জানা গেছে, IMF শ্রীলঙ্কাকে আর্থিক সংকট থেকে উদ্ধারের জন্য ২.৯ বিলিয়ন মার্কিন ডলারের ‘বেলআউট প্যাকেজ’ দিচ্ছে। দীর্ঘদিন ধরেই আইএমএফের কাছে আর্থিক প্যাকেজ চেয়ে আসছে শ্রীলঙ্কা। অবশেষে শ্রীলঙ্কা সেটা পেতে চলেছে।

শ্রীলঙ্কান সেন্ট্রাল ব্যাঙ্কের গর্ভনর নন্দলাল উইরেসিংঘে জানিয়েছেন, “IMF এর দেওয়া এই প্যাকেজে দেশের ডলার সঙ্কট মিটতে চলেছে।”