Saturday, April 20, 2024
রাজ্য​

রাতের অন্ধকারে গরু চুরি, সোনারপুর থেকে ধৃত ৪

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গুরু পাচারের অভিযোগে চারজনকে গ্রেফতার করলো নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযোগ সোনারপুরের রাঘবপুর এলাকায় শুক্রবার রাতে গরু চুরির উদ্দেশ্যে এক জায়গায় জড়ো হয়েছিলেন তারা। গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ধৃতেরা হল আব্বাস আলি মন্ডল, সেলিম মন্ডল, রফিক শেখ, মঞ্জারুল বিশ্বাস। মঞ্জারুলের বাড়ি মুর্শিদাবাদে। আব্বাসের বাড়ি সোনারপুর, সেলিমের বাড়ি জুলপিয়া ও রফিকের বাড়ি ফলতা এলাকায়।

পুলিশ জানিয়েছে, যাতে কারো সন্দেহ না হয় তার জন্য SUV গাড়ির পিছনের সীট খুলে দিত গরু রাখার জন্য। দিনের বেলা খোজা হতো কোথায় গোয়াল ঘর আছে। এরপর গভীর রাতে গোয়ালঘর থেকে গরু নিয়ে চম্পট দিতো তারা।

গরু যাতে কোনও শব্দ করতে না পারে তার জন্য গরুর মুখ বেঁধে দেওয়া হতো। জেরায় ধৃতরা জানিয়েছে, চুরি করা গরু কষাই খানাতে ৩০ হাজার টাকা থেকে শুরু করে নানান দামে বিক্রি করতেন তারা। ছবি- এই সময়