Wednesday, April 23, 2025
Latestবলিউড

‘কৃষ ৪’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হৃত্বিকের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আসতে চলেছে হৃতিক পরিচালিত ছবি ‘কৃষ ৪’। এই সিনেমাটি দিয়েই পরিচালক হিসেবে হাতেখড়ি হবে তাঁর। ‘কৃষ ৪’ ছবিটি পরিচালনা করবেন হৃতিক এবং প্রযোজনা করবেন রাকেশ রোশন ও আদিত্য চোপড়া। উৎসাহিত দর্শক থেকে শুরু করে অভিনতা মহলও।

রাকেশ তার ছেলের সাথে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, “দুগ্গু ২৫ বছর আগে আমি তোমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম, এবং আজ আবার ২৫ বছর পর তোমাকে দুই চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়া এবং আমি একজন পরিচালক হিসেবে লঞ্চ করছি আমাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ছবি। ” 

ভক্তরা মন্তব্য করেছেন , “এইচআর ক্রিশ৪-এর পরিচালক হলেন। ওহ, ক্রিজি খবর।” আরেকজন এক্স-এ লিখেছেন, “উত্তেজনাটা আসল। ক্রিশ৪-এর পরিচালকের আসনে হৃত্বিক রোশনকে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।”

সূত্রের খবর, ছবিটি আগামী বছর ফ্লোরে যাবে। স্ক্রিপ্টটি তৈরি করা হয়েছে, এবং প্রি-প্রোডাকশনের কাজ বর্তমানে চলছে। ছবিটি ২০২৬ সালের প্রথম দিকে এর চিত্রগ্রহণ শুরু হবে। যদিও ছবিটির কাস্ট এবং কলাকুশলীদের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

বর্ষা দাস

বর্ষা দাস গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় পিজি ডিপ্লোমা করেছেন। অবসর সময়ে ঘুরতে, লেখালেখি করতে ভালোবাসেন।