Wednesday, April 23, 2025
Latestআন্তর্জাতিক

ফের ভূমিকম্প টোঙ্গায়! রিখটার স্কেলে যার মাত্রা ৭.১, আছড়ে পড়তে পারে সুনামি 

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গার কাছে ভূমিকম্পটি হয়। এর জেরে সুনামির সতর্কতা জারি হয়েছে। ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.১। কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। প্রশান্ত মহাসাগরীয় সুনামি ওয়ার্নিং সেন্টার সতর্ক করে জানিয়েছে, ভূমিকম্পকেন্দ্র থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত এলাকায় সমুদ্র উত্তাল থাকতে পারে। উপকূলে ০.৩ থেকে ১ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানার আশঙ্কা রয়েছে।

আমেরিকান জিওলজিক্যাল সার্ভের জরিপ অনুযায়ী, ভূমিকম্পর উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। টোঙ্গা জাতীয় দুর্যোগ সংস্থা, উপকূলবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সৈকত এবং উপকূল থেকে দূরে থাকার জন্য একটি সতর্কতা জারি করেছে। 

উল্লেখ্য, টোঙ্গা একটি নীচু দ্বীপপুঞ্জ যা ১৭১টি দ্বীপ নিয়ে গঠিত। যেখানে প্রায় ১০০,০০০ লোক বাস করে। সেখানে ভূমিকম্প প্রায়শই ঘটে। এই অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে সক্রিয় ভূকম্পন বলয় হিসেবে পরিচিত। আগ্নেয়গিরি ও টেকটনিক প্লেটের চলাচলের কারণে এখানে ঘনঘন ভূমিকম্প ও সুনামির ঘটনা ঘটে। ভূমিকম্পপ্রবণ বলয়টি দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত।

বর্ষা দাস

বর্ষা দাস গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় পিজি ডিপ্লোমা করেছেন। অবসর সময়ে ঘুরতে, লেখালেখি করতে ভালোবাসেন।