Sunday, April 28, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশের পাবনায় হিন্দু কবিরাজকে কুপিয়ে হত্যা

ঢাকা, ৭ই মার্চ: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হামলার ঘটনা ঘটেই চলেছে। এবার পাবনা জেলার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেস্বর গ্রামে হারাধন ভট্টাচার্য (৭০) নামের এক হিন্দু কবিরাজকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হারাধনের নিজ বাড়িতেই ঘটনাটি ঘটে। নিহত হারাধন ঐ গ্রামের মৃত. পার্বত ভট্টাচার্যের ছেলে এবং পেশায় সে একজন গ্রাম্য কবিরাজ।

নিহত হারাধন ভট্টাচার্যের ভাতিজা তুষার ভট্টাচার্য বলেন, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে আমি ওই বাড়িতে গিয়ে দেখি নিজের শোবার ঘরে তার হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ পড়ে আছে। পরে আমরা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে আসে।

তুষার আরও বলেন, প্রতিবেশীদের কাছ থেকে জেনেছি, বোরখা পরা ৩/৪ জন বাড়িতে এসেছিল। তারা বাড়ি থেকে চলে যাওয়ার পর স্থানীয়রা ঘরে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পায়। ঘর তছনছ অবস্থায় পাওয়া গেছে। ঘরের মধ্যে ইনজেকশেন দেওয়ার একটি সিরিঞ্জ পাওয়া গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন, চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আহসান হাবিব। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। কিভাবে হত্যা করা হয়েছে- তা নিশ্চিত হওয়া যায়নি। সূত্র- ডেইলি সান