Sunday, April 28, 2024
দেশ

এবার ‘লাভ জিহাদ’ বন্ধে আইন আনছে মোদীর গড় গুজরাট

গান্ধীনগর: ‘লাভ জিহাদ’ রুখতে ইতিমধ্যেই আইন পাস করেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সরকার। এবার বিয়ের মাধ্যমে ধর্মান্তর তথা লাভ জিহাদ ঠেকানোর পরিকল্পনা করছে গুজরাটেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য এটি। সেই ২০০১ সাল থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদী। ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হন তিনি।

জানা গিয়েছে, জোরপূর্বক বা কৌশলে হিন্দু নারীদের ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা হচ্ছে। এটি বন্ধ করতে নতুন আইন আনতে চাইছে গুজরাট সরকার। বর্তমানে গুজরাটে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আইন রয়েছে। ২০০৩ সালের আইনটিতে ‘লাভ জিহাদ’ বিষয়ক নতুন একটি ধারা যুক্ত করা হবে।

বর্তমানে গুজরাটে প্রচলিত আইনে জোরপূর্বক ধর্ম পরিবর্তনের অপরাধে অভিযুক্তের চার বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। উল্লেখ্য, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সরকার লাভ জিহাদ বিরোধী আইনে ১০ বছর কারাদণ্ডের কথা বলা হয়েছে। এছাড়া এক লাখ টাকা পর্যন্ত জরিমানার কথা বলা হয়েছে।

তবে কি এই লাভ জিহাদ? হিন্দু মেয়েদের প্রেমের ছলে ভুলিয়ে ধর্মান্তর করে বিয়ে করাকে লাভ জিহাদ বলা হচ্ছে। বিজেপির দাবি, হিন্দু নারীদের ইসলাম ধর্ম গ্রহণ করাতে প্রেমের ফাঁদে ফেলছেন মুসলিম পুরুষরা। এদিকে এই বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেছে কংগ্রেস। তাদের দাবি, লাভ জিহাদ শব্দটি বিজেপির তৈরি। ব্যক্তি স্বাধীনতার অধিকারকে খর্ব করেছে। যদিও সেই সব কথায় গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও লাভ জিহাদ বিরোধী আইন প্রণয়নের পক্ষে সওয়াল করেছেন।