Friday, April 26, 2024
খেলা

রাজ্য সরকারের চুক্তিভিত্তিক চাকরির প্রস্তাব ফেরালেন সেই পৌলমী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বেহালার পৌলমী অধিকারী। ভারতের অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৯ দলের হয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, শ্রীলঙ্কা সমস্ত জায়গায় ফুটবল খেলেছেন তিনি। কিন্তু অভাবের তাড়নায় জোমাটো ডেলিভারি গার্লের কাজ বেছে নেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই চিত্র। কিন্তু তাতে কোনও সুহারা হয়নি পৌলমীর আর্থিক অনটনের ক্ষেত্রে।

জানা গেছে, আইএফএ থেকে তাকে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেটা ছিল চাকরি ছিল অস্থায়ী চাকরি এবং বাড়ি থেকে বহু দূরে। বেতনও পর্যাপ্ত ছিল না। তাই না করে দিয়েছিলেন পৌলমী।

সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকেও তাকে চুক্তিভিত্তিক চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল। এই চাকরিটাও না করে দিয়েছেন তিনি।

জানা যায়, চারুচন্দ্র কলেজে তৃতীয় বর্ষে পড়তেন পৌলমী। কিন্তু করোনার কারণে মাঝপথেই থেমে গিয়েছে তার পড়াশোনা। ২ মাস বয়সে মাকে হারিয়েছেন পৌলমী। বাবা গাড়ি চালান। তার দাদা কোনও কাজ করেন না। গোটা সংসারের দায়িত্ব পৌলমীর কাঁধেই। জোমাটোতে খাবার ডেলিভারি করে কোনওদিন ৩০০, কোনওদিন ৫০০ টাকা রোজগার হয়। আবার কোনওদিন সারাদিন ছুটেও জোটে না অর্থ।