Thursday, March 28, 2024
রাজ্য​

‘১০০০ টাকা দিলে টোকাটুকি করতে দেওয়া হবে’, তৃণমূল নেতার ভাইয়ের বিএড কলেজের কান্ডে শোরগোল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একের পর এক দুর্নীতির অভিযোগে জেরবার রাজ্যের শাসকদল তৃণমূল। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে বহু শিক্ষক, করণিকের। এসবের মধ্যে এবার টাকা দিয়ে পরীক্ষা হলে তৃণমূল নেতার ভাইয়ের কলেজে নকল করতে দেওয়ার অভিযোগ।

জানা গেছে, নদিয়ার চাপড়ার একটি বিএড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এহেন অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয় আরও অভিযোগ, যারা পরীক্ষায় নকল করতে অস্বীকার করেছিল তাদের কাছ থেকেও জোর করে টাকা নেওয়া হয়েছে। এছাড়া তাদের দেরিতে প্রশ্নপত্র দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ওই বিএড কলেজটি চাপড়ার এক তৃণমূল নেতার ভাইয়ের বলে খবর। এই ঘটনায় অস্বস্তিতে তৃণমূল।

চাপড়ার গোখরাপোতা বিএড কলেজের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চলছিল। পড়ুয়াদের অভিযোগ, পরীক্ষা কেন্দ্রে কলেজের তরফে জানানো হয় ১০০০ টাকা ঘুষ দিলে টোকাটুকির সুবিধা দেওয়া হবে। পরীক্ষা শুরুর আগে কয়েকজন এসে জানতে চায় কারা কারা টাকা দেয়নি। অনেকেই টাকা দিয়ে টুকতে অস্বীকার করে। তবে তাদের থেকেও জোর করে ৬০০-৭০০ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

ওই কলেজে কবি নজরুল ইসলাম বিএড কলেজের ১০০ জন পরীক্ষার্থী সিট পড়েছিল। তারা বিষয়টি সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেছে। সমস্ত পরীক্ষার্থী মোবাইল দেখে পরীক্ষা দিয়েছে বলে প্রমাণও রয়েছে তাদের কাছে।

এদিকে, এই পুরো ঘটনার কথা অস্বীকার করেছেন গোখরাপোতা বিএড কলেজ কর্তৃপক্ষ। কলেজের পরিচলন কমিটির সম্পাদক তথা কৃষ্ণনগর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসান বিশ্বাসের ভাই রবিউল ইসলামের পাল্টা অভিযোগ, পড়ুয়ারাই প্রথমে ২০০ টাকার পরিবর্তে নকল করার প্রস্তাব দেয়। নকল করতে না দেওয়ায় তারা কলেজের বিরুদ্ধে এমন অভিযোগ করছেন।