Sunday, May 19, 2024
আন্তর্জাতিক

আমেরিকার প্রথম মহিলা শিখ বিচারক মনপ্রীত মনিকা সিং

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মহিলা শিখ বিচারক হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মনপ্রীত মনিকা সিং। টেক্সাসের হ্যারিস কাউন্টি সিভিল আদালতের বিচারক হিসেবে শপথ নিয়েছেন তিনি।

মনপ্রীতের জন্ম হাউস্টনে। মনপ্রীতের বাবা ১৯৭০ সালে ভারত ছেড়ে আমেরিকায় পাড়ি জমান। মনপ্রীত পেশায় আইনজীবী ছিলেন। ২০ বছর আমেরিকার বিভিন্ন আদালতে আইন চর্চা করেন মনপ্রীত। স্বামী এবং দুই সন্তানের সঙ্গে বেলায়ারে বসবাস করেন তিনি।

বিচারক হয়ে স্বভাবতই আপ্লুত মনপ্রীত। শপথগ্রহণের পর তিনি বলেন, ‘আমার মনে হয় যে আমার সন্তানদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত। পড়াশোনার সময়ই তারা দেখতে পাচ্ছে যে এমন পেশার ক্ষেত্রে উন্নতির কতটা সম্ভাবনা রয়েছে।’ শপথগ্রহণের সময় তাঁর সন্তানরা উপস্থিত ছিলেন।