Monday, April 29, 2024
দেশ

খ্রিষ্টান ধর্ম গ্রহণ করা এবং জমিতে চার্চ তৈরি করায় পরিবারকে গ্রাম থেকে বহিস্কার? জানুন সত্যিটা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: খ্রিষ্টান ধর্ম গ্রহণ করা এবং নিজেদের জমিতে একটি চার্চ তৈরি করার জন্য কি এই পরিবারকে গ্রাম থেকে বহিস্কার করা হয়েছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি প্রচারণা চালানো হয়েছিল যে একটি পরিবারকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য এবং তাদের জমিতে একটি গির্জা নির্মাণের জন্য অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার দেবালম্পালেপালেম গ্রাম থেকে বহিষ্কার করা হয়েছে তাদের।

একটি তেলেগু টিভি চ্যানেলের লোগো সহ ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরে, কিছু যাজক এবং স্বঘোষিত খ্রিস্টান নেতারা বড় আন্দোলন শুরু করেছিলেন। নিজাম টুডে বিষয়টি তদন্ত করলে জানা যায়, ভাইরাল ভিডিও ক্লিপটি আসলে ২০১৮ সালের। বিস্তারিত তথ্য নিচের লিংকে।

তথ্যসূত্রঃ Nijam Today