Sunday, May 19, 2024
দেশ

রাজ্যসভা ও বিধান পরিষদ নির্বাচনে থাকছে না নোটা: নির্বাচন কমিশন

নয়াদিল্লি: রাজ্যসভা ও বিধান পরিষদের নির্বাচনে ‘নোটা’ কার্যকরী হবে না। মঙ্গলবার নির্বাচন কমিশন প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে এই সংক্রান্ত একটি নির্দেশ পাঠানো হয়েছে। এই নির্বাচনগুলিতে ব্যালট পেপারের মধ্যে নোটার জন্য কোনও অপশন রাখা হবে না বলে জানানো হয়েছে।

রাজ্যসভার ব্যালটে নোটাকে জায়গা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন, তা খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্র এএম খানউয়িলকর ও ডিওয়াই চন্দ্রচূড়-এর ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের রায়ের পরেই সরকারিভাবে ব্যালট থেকে ‘নোটা’ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। লোকসভা ও বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যদিও বজায় থাকছে ‘নোটা’।

সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, ‘নোটা’ সাধারণ নাগরিকদের জন্য। রাজ্যসভা নির্বাচনে সাধারণ মানুষ ভোট দেয় না। কিন্তু রাজ্যসভা নির্বাচনে বিধায়ককে তাঁর দলের হুইপ অনুসারে কাজ করতে হয়। কোনও বিধায়ক যদি ভোট না দেয়, তাহলে দল তাকে বহিষ্কার করে দেবে। কিন্তু ‘নোটা’র মাধ্যমে নির্বাচন কমিশনই ভোট না দেওয়ার জন্য তাকে বরং সমর্থন জানাচ্ছে।