Thursday, May 16, 2024
দেশ

নিশানায় তীর মেরে দশেরা উদযাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি: প্রতিবছরের মতো এবছরও দশেরা ও বিজয়া দশমী উপলক্ষ্যে দিল্লির লালকেল্লার কাছে ঐতিহাসিক লবকুশ রামলীলায় অংশ নিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সাই বাবার শততম সমাধি দিবস উপলক্ষ্যে মহারার্ষ্ট্রের গিয়েছিলেন মোদী। সেখানে জনসভা সেরেই সরাসরি দিল্লিতে এসে দশেরা উদযাপনের অনুষ্ঠানে সামিল হন তিনি। তীর ছুড়ে রাবণের কুশপুতুল দহন করলেন প্রধানমন্ত্রী।

বিজয়া দশমীর সকালেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে নিজের সংকল্পের কথা জানিয়েছেন মোদী। টুইটারে তিনি লিখেছেন, বিজয়া দশমীতে সবকা সাথ সবকা বিকাশ, এক ভারত শ্রেষ্ঠ ভারতের অঙ্গীকার করলাম।

এদিন মঞ্চে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি বলেন, প্রভু রামের জীবন থেকে প্রেরণা নেওয়া উচিৎ আমাদের। সাধারণ মানুষ ও পরিবেশের সাহায্য রাবণকে পরাস্ত করেছিলেন রাম। দেশবাসীকে দশেরার অভিনন্দন জানিয়ে কোবিন্দের উপদেশ, আমাদের ভিতরে ও চারপাশে থাকা রাবণরূপী অশুভশক্তির বিনাশ করতে হবে।

এদিন লবকুশ রামলীলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপর পালাটি মঞ্চস্থ হয়। পরিশেষে বাণ ছুড়ে অশুভশক্তির প্রতীক রাবণ, মেঘনাদ ও কুম্ভকর্ণের কুশপুতুল দাহ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।