Saturday, May 18, 2024
খেলা

২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন ধোনি-গম্ভীর!

নয়াদিল্লি: ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়তে পারেন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও গৌতম গম্ভীর। আসন্ন সাধারণ নির্বাচনে সরাসরি অংশ নিতে পারেন টিম ইন্ডিয়ার এই দুই তারকা ক্রিকেটার। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিজেপি দিল্লির সাংসদ মীনাক্ষি লেখির জায়গায় গম্ভীরের কথা ভাবনাচিন্তা করছে। বিজেপি নাকি লেখির পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নয়। তাঁর কেন্দ্রের মানুষজনই লেখির কর্মকাণ্ড নিয়ে খুশি নন।

সূত্রের খবর, গ্রাউন্ড লেভেলে মীনাক্ষি লেখির সম্পর্কে রিপোর্ট ভালো নয়। তাঁর কাজ নেতৃত্বে খুশি নয় তাঁর কেন্দ্রের মানুষ। ফলে দিল্লিতে তাঁকে পুনরায় টিকিট দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে গম্ভীরের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। ক্রিকেটের পাশাপাশি সামাজিক কাজে নিজেকে সারাক্ষণ জড়িয়ে রাখেন গম্ভীর।

ধোনির সম্পর্কে বলা হয়েছে, দুই খেলোয়াড়ের প্রতি দেশের মানুষের প্রবল গ্রহণযোগ্যতা, শ্রদ্ধা ও বিশ্বাসযোগ্যতা রয়েছে। সমাজের সব স্তরের মানুষই তাঁদের নেতৃত্বে সন্তুষ্ট। তাঁরা শুধু তাঁদের রাজ্যেরই নন, দেশেরও নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবেআইপিএল খেলছেন ধোনি। ফলে দক্ষিণেও তাঁর একটা প্রবল জনপ্রিয়তা তৈরি হয়েছে। এই দুই খেলোয়াড় আমাদের দলে এলে তা হবে বিজেপির আসন্ন লোকসভা নির্বাচনের সেরা চমক।

ধোনি এখন তাঁর ক্রিকেট কেরিয়ারের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন। তবুও মাহির জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। টিম ইন্ডিয়ার নেতৃত্ব ছেড়ে দিলেও ভারতের প্রাক্তন অধিনায়ক আইপিএলের চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। গম্ভীর ও ধোনির মতো হেভিওয়েট প্রার্থী যদি বিজেপিতে যোগ দেন, তাহলে পদ্ম শিবিরের শক্তি প্রভূত বাড়বে, একথা বলাই বাহুল্য।