Thursday, May 2, 2024
দেশ

তিন রাজ্যে খোঁজ মিললো করোনার ডেল্টা প্লাস প্রজাতির

মুম্বাই: করোনার ডেল্টা প্লাস প্রজাতি বা কে৪১৭এন ধরা পড়ল দেশের তিন রাজ্যে। যা নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, ২১ জনের দেহে ডেল্টা প্লাস প্রজাতি পাওয়া গিয়েছে। কেরলে ৩ জনের দেহে এই সংক্রমণ ধরা পড়েছে। এর আগে গত ১৬ জুন মধ্যপ্রদেশে প্রথম ডেল্টা প্লাস প্রজাতির খোঁজ মিলেছিল। তার কয়েকদিনের মধ্যেই দেশের আরও দুই রাজ্যে এই সংক্রমণ ধরা পড়লো।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেন, গত ১৫ মে থেকে রাজ্যের প্রত্যেক জেলা থেকে ১০০টি করে নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। সাড়ে ৭ হাজার নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ২১ জনের দেহে ডেল্টা প্লাস প্রজাতি পাওয়া গিয়েছে।

এই ২১ জনের মধ্যে ৯ জন রত্নাগিরি, ৭ জন জলগাঁওয়ের, ২ জন মুম্বাইয়ের এবং পালঘর, সিন্ধুদুর্গ এবং ঠাণেতে এক জন করে ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, ভারতে করোনার সেকেন্ড ওয়েভের নেপথ্যে রয়েছে ডেল্টা প্রজাতি বা বি.১.৬১৭.২। যা দেশ জুড়ে ভয়াল আকার ধারণ করে। সেই ডেল্টা প্রজাতি ক্রমে নিজের রূপ পরিবর্তন করে ডেল্টা প্লাস হয়েছে। এইমস প্রধান রণদীপ গুলেরিয়া ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়ে বলেছেন, করোনার ডেল্টা প্লাস প্রজাতি আরও মারাত্মক হতে পারে।