Sunday, May 19, 2024
দেশ

কলকাতামুখী বিমানে বোমাতঙ্ক, বিমানে বাংলার ৩ সাংসদ

কলকাতা: দিল্লি বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক। আর তাতেই নাজেহাল অবস্থা পশ্চিমবঙ্গের ৩ সাংসদের। গতকাল বুধবার বেলা ২.২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতা ফেরার কথা ছিল বাংলার ৩ সাংসদ শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী ও কাকলি ঘোষ দস্তিদারের।

জানা গেছে, বুধবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দিল্লি থেকে ছাড়ার মুখেই বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে খবর আসে ওই বিমানে বোমা রাখা আছে। সে সময় বিমানটিতে ২৪৮ জন যাত্রী ছিলেন। বিমানটি ছাড়ার কথা ছিল দুপুর ২টা ২৫ মিনিটে। বোমাতঙ্কের খবর পেতেই বিমানটিকে রানওয়ে থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের বিমান থেকে নামিয়ে তল্লাশি শুরু হয়। পরে তাদের বিকল্প একটি বিমানে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

এদিকে ওই বিমানেই উপস্থিত ছিলেন বাংলার তিন সাংসদ শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী ও কাকলি ঘোষ দস্তিদার। জানা গেছে, শিশির অধিকারী-ই প্রথমে বিমানের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। সাংসদকে তৎপর হতে দেখেই বিক্ষোভ দেখাতে থাকেন বিমানের অন্য যাত্রীরা।