Friday, May 17, 2024
আন্তর্জাতিক

পাকিস্তান পারেনি, যোগী সরকার পেরেছে করোনা রুখতে, আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ পাক মিডিয়া

ইসলামাবাদ: করোনা মোকাবিলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দারুণ কাজ করছেন। এমন মন্তব্য করে যোগী সরকারের ভূয়সী প্রশংসা করল পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’-এর এডিটর ফাওয়াদ হোসেন। তিনি বলেন, করোনা রুখতে উত্তরপ্রদেশ সঠিক কাজ করছে। তিনি জানান, কঠোরভাবে উত্তরপ্রদেশে লকডাউন কার্যকরী করায় ভাইরাস নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।

টুইটে ফাওয়াদ হোসেন দাবি করেছেন, করোনা মোকাবিলায় পাকিস্তানকে দশ গোল দিয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার। দ্য ডনের রেসিডেন্ট এডিটর ফাওয়াদ হোসেন বলেন, পাকিস্তানের থেকে অনেক ভালো করোনা পরিস্থিতির মোকাবিলা করছে উত্তরপ্রদেশ সরকার। তাঁর মতে, পাকিস্তান ও উত্তরপ্রদেশের জনসংখ্যা ও সাক্ষরতার হার মোটামুটি একই। তবে পাকিস্তানের জনঘনত্ব উত্তরপ্রদেশের থেকে অনেক কম এবং জিডিপিও বেশি।


ফাওয়াদ হোসেন বলেন, যোগী আদিত্যনাথ যেভাবে কড়া হাতে লকডাউন বহাল রেখেছিলেন, তা আমরা পারেনি৷ টুইটের সঙ্গে পরিসংখ্যান বোঝাতে তিনি একটি গ্রাফও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, চিনকে করোনা আক্রান্তের সংখ্যায় পিছনে ফেলে দেওয়া মহারাষ্ট্রও পাকিস্তানের থেকে ভালো অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের জনসংখ্যা ২০ কোটি। অন্যদিকে, উত্তরপ্রদেশের জনসংখ্যা ২২.৫ কোটি। উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২৬১ জন। এদিকে, পাকিস্তানে করোনা আক্রান্ত ১ লাখ ৩ হাজার ৬৭১ জন।