Sunday, October 13, 2024
খেলা

জন্মদিনে কুলদেবীর মন্দির নির্মাণে ১১ লাখ টাকা দান করলেন ক্রিকেটার রিংকু সিং

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ক্রিকেটার রিংকু সিং কুলদেবীর মন্দির নির্মাণের জন্য ১১ লাখ টাকা দান করেছেন। ১২ অক্টোবর জন্মদিন ছিল রিঙ্কু সিংয়ের। নিজের জন্মদিনেই মন্দির নির্মাণের জন্য এই অনুদান দিয়েছেন তিনি।

তবে এবারই যে এমন মহৎ কাজ করলেন রিঙ্কু এমনটা নয়, এর আগেও একাধিকবার তিনি এমনটা করেছেন। এর আগে তিনি ২০২৩ আইপিএলের পর উঠতি ও দুস্থ ক্রিকেটারদের জন্য হোস্টেল তৈরি করেন। IPL থেকে পাওয়া এক বছরের পারিশ্রমিক দিয়ে তিনি হোস্টেল তৈরি করেন। উত্তরপ্রদেশে নিজের শহর আলিগড়ে এই হোস্টেলে ৫০ জন থাকতে পারবে। 

বলে রাখি, রিঙ্কুকে কঠিন লড়াই করে জায়গা করে নিতে হয়েছে। তাই অন্য কোনও ক্রিকেটারকে যাতে অর্থ ও পরিষেবার অভাবে হারিয়ে যেতে না হয় তার জন্য তিনি এই উদ্যোগ নেন। এবার নিজের জন্মদিনে মন্দির তৈরির জন্য ১১ লাখ টাকা দান করলেন তিনি।