Wednesday, December 6, 2023
কলকাতা

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে সোমবার কলকাতায় আসছেন অমিত শাহ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দুর্গাপুজোর উদ্বোধনে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার কলকাতায় আসবেন তিনি। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপের উদ্বোধন করবেন তিনি। 

বঙ্গ বিজেপির তরফে জানানো হয়েছে, সোমবার বিকাল সাড়ে চারটেয় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপের উদ্বোধন করবেন অমিত শাহ।

বলে রাখি, সন্তোষ মিত্র স্কোয়ারের এ বছরের পুজোর থিম রাম মন্দির। অযোধ্যায় নির্মীয়মান রাম মন্দিরের আদলে সাজিয়ে তোলা হবে পুজো মন্ডপ। 

এর আগে ২০১৯ সালে সল্টলেকের বিজে ব্লকের দুর্গা পুজোর উদ্বোধন করেছিলেন অমিত শাহ।